হালকা মেহেদি ডিজাইন (Halka Mehndi Design) নতুন মেহেদির ছবি

ঈদ, পূজা, পার্বণ, বিয়ে-শাদীসহ যে কোন অনুষ্ঠানে অনেকেই হালকা মেহেদি ডিজাইন দিয়ে হাত রাঙাতে পছন্দ করে। জটিল টাইপের মেহেন্দির নকশা অনেকেই পছন্দ করে না, হয়তোবা আপনিও লেটেস্ট ও হালকা আকৃতির মেহেদী ডিজাইন পছন্দ করে থাকেন; যা আপনার হাত-পা ও অন্যন্য অঙ্গকে সাদামাটা ফ্যাশনে উজ্জীবিত করতে সহায়ক হবে।

আশা করি আমাদের সংগৃহীত অতি সাধারণ ও সিম্পল টাইপের হালকা মেহেদি ডিজাইনগুলো  আপনার পছন্দ হবে, এবং ফ্যাশনের সৌন্দর্যকে আকর্ষণীয় করতে বেশ ভূমিকা রাখবে।

হালকা মেহেদি ডিজাইন

প্রথমেই হাতের উপরে হালকা গড়ানার অঙ্কনকৃত এই ডিজাইনটি উপস্থাপন করলাম।

হালকা মেহেদি ডিজাইন ফটো
হালকা মেহেদি ডিজাইন ফটো

কব্জি থেকে তর্জনী আঙ্গুল পর্যন্ত বক্ররেখা অর্ধবৃত্তের মতো ঝুপড়িঝুড়ে ফুলের নকশায় (Flower Stylish Back Hand Mehndi Design) ডিজাইনটি যেমন অতি সাধারণ লাগছে, তেমনি সৌন্দর্যের স্বচ্ছতাও ফুটে উঠেছে।

হাতের তালুতে মেহেদী ডিজাইন

হাতের তালুতে মেহেদী ডিজাইন
Credit: Vikarunnesa Art

আলপনা ডিজাইন আকৃতির হাতের তালের উপর নকশাটিতে মধ্যবয়সী নারীদের হাতে সুন্দর মানাবে। প্রাচীন আমলের সাংস্কৃতিক মেহেদী সন্ধ্যায় হাতের আঙ্গুলের অগ্রভাগে অর্গানিক মেহেদী বাটা দিয়ে এরকম ডিজাইন করা হতো। যা আজও অনেকের পছন্দের তালিকায় রয়েছে।

মেহেদী ডিজাইন সহজ

মেহেদী ডিজাইন সহজ নকশা
Credit: Shanta Akter

পাকিস্তানি কালচারের রাজকীয় স্টাইলের সজ্জিত মেহেদির ডিজাইন টি আসন্ন ঈদ কিংবা বিয়ে-শাদির অনুষ্ঠানের জন্য আপনার দুই হাতে ব্যবহার করতে পারেন। ময়ূরের ডোরাকাটা পাখনাযুক্ত বাক্স আকৃতির নকশাটিতে উঠতি বয়সী তরুণীদের হাতেও মন্দ লাগবে না; বরং প্রফুল্লচীতে ডিজাইনটিকে উপভোগ করতে পারবেন। 

সহজ মেহেদীর ডিজাইন

ছোট থেকে বড় যে কেউ চাইলে দুলবিশিষ্ট কব্জি থেকে ব্রাস্টলাইট আকৃতির নকশাটিতে নিজের হাতে সন্নিবেশ করে সৌন্দর্যে মাতোয়ার হতে পারে।

সহজ মেহেদীর ডিজাইন পিকচার
সহজ মেহেদীর ডিজাইন পিকচার

বাংলাদেশ, ভারত, এবং আফগানিস্তান সহ এশিয়া মহাদেশের অনেক অঞ্চলেই এ ধরনের হালকা মেহেদি ডিজাইন প্রায়শই ব্যবহার হয়ে থাকে। চাইলে আপনি পূজা পার্বণেও দেহে শাড়ির সাথে নিজের  হাতের সৌন্দর্যকে দ্বিগুণহারে বৃদ্ধির জন্য এরকম নকশা প্রয়োগ করুন। আর সবাইকে অবাক করে তুলুন। 

হালকা মেহেদী ডিজাইন ছবি

নতুন মেহেদির ডিজাইন সাংস্কৃতিক নকশা
নতুন মেহেদির ডিজাইন সাংস্কৃতিক নকশা

আগেকার যুগের রানীরা রাজকীয় ইস্টাইলের শাড়ির সাথে এ ধরনের অলংকৃত সোনা গয়নার সেপ ব্যবহার করতো। সেরকম ধাঁচেই নতুন স্টাইলেই বর্তমানে এটা মেহেদির নকশায় রূপান্তরিত হয়েছে। ডিজাইনটি কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে, তাই সময়ের সাথে তাল মিলিয়ে আপনার হাতকেও রাঙাতে পারেন এরকম মেহেদির ছোঁয়ায়।

সিম্পল মেহেদীর ডিজাইন

সিম্পল মেহেদীর ডিজাইন (ঈদ উপলক্ষ্যে) Photo
Credit: Jaynab Binte Rafsan

হাতের পাঁচ আঙ্গুল জুড়ে এবং কব্জি থেকে তর্জনী আঙ্গুল পর্যন্ত বৃত্তাকৃতির এ ধরনের সিম্পল ডিজাইন আপনি চাইলে বা তালুতে আর্ট করতে পারেন। কারণ ব্যাক সাইট বা ফ্রন্ট সাইট অথবা উভয় পাশে যে কোন সুন্দরী রমণীর হাতকে চমকপ্রদ করতে এরকম একটি হালকা ঘটনার মেহেন্দির নকশাই যথেষ্ট। 

নতুন মেহেদির ডিজাইন

নতুন মেহেদির ডিজাইন (পূজা উপলক্ষ্যে)
Credit: Tasnia Farin

এরকম ডিজাইন দেখে অনেকেই হয়তো বা ভাববেন এটি এরাবিয়ান স্টাইলের; কিন্তু প্রকৃত অর্থে এটি ভারতীয় ঐতিহ্যের অনবদ্য একটি মেহেন্দী ডিজাইন নকশা। যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসা উপমহাদেশের বিখ্যাত এই মেন্দি চিত্রে নতুন কিছু ধাপ এডজাস্ট করেই ভিন্নমাত্রায় নতুনত্ব প্রস্ফুটিত করা হয়েছে। চাইলে আপনি এখনই এরকম নান্দনিক ও চমৎকার নতুন মেহেদি ডিজাইন হাতে পড়তে পারেন।

হালকা মেহেদির ডিজাইন

কয়েকটি রেখা বিশিষ্ট লোটাস ফুলের হালকা গড়ানার মেয়েদের পিকটিতে সাদামাটা অথচ আকর্ষণীয় হাউজিং শেপ তৈরি করার কারণে, এটি ছোট থেকে ৪০ অনূর্ধ্ব বয়সী যে কোন রূপবতী নারীর হাতে সৌন্দর্য ফুটিয়ে তুলবে।

হালকা মেহেদির ডিজাইন পিক
হালকা মেহেদির ডিজাইন পিক

এরকম নকশায় নিজেকে রাঙানোর জন্য আপনি কাবেরী কোণ মেহেদী ব্যবহার করতে পারেন। তোমার দেরি কেন! এক্ষুনি নিজের হাতে এরকম হালকা মেহেদি ডিজাইন অংকন করতে বসে যান; আশা করি আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে।

ইতিকথা,
তো প্রিয় মেহেদী লাভারগণ! ক্যাপচারিং ডট কমের (Captureen.com) উপরের হালকা মেহেদি ডিজাইন পিকচার গুলোর মধ্য হতে কোনটি আপনার কাছে চমৎকার লেগেছে ও পছন্দ হয়েছে, তা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও সিম্পল মেহেদী ডিজাইন ছবিগুলো আপনার পিন্টারেস্ট বোর্ডে পিন করুন বা ফেসবুকের টাইমলাইনে বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারেন।

Leave a Comment